মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৩১
ইসলামী উম্মাহর দায়িত্ব গাজাকে সহায়তা ও ঐক্য রক্ষা করা

ইরানের মাহাবাদের আহলে সুন্নাতের জুমার ইমাম, মামুস্তা আব্দুস সালাম ইমামী বলেছেন, গাজা ও ফিলিস্তিনের সহায়তা করা এবং মুসলিমদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বজায় রাখা ইসলামী উম্মাহর প্রধান দায়িত্ব। তিনি কিছু মুসলিম দেশের এই দায়িত্ব পালনে গাফিলতিকে দুঃখজনক বলে আখ্যা দেন।

হাওজা নিউজ এজেন্সি: তেহরানে অনুষ্ঠিত ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গত দুই বছরে গাজার সমর্থনে অসংখ্য সমাবেশ ও সম্মেলন হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, জায়নিস্ট শাসন ও তাদের মিত্ররা প্রতিদিন নতুন করে বর্বরতা চালাচ্ছে। গাজার জনগণ নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সাহস ও ধৈর্য নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে—তাদের প্রকৃত অর্থেই ‘সাবেরিন’ বা ধৈর্যশীল বলা যায়।”

তিনি আল্লামা ইকবালের কবিতা উদ্ধৃত করে বলেন, আজ ইসলামী উম্মাহর জন্য কথার চেয়ে কাজের সময়। “আমরা আলেমরা শুধু উপদেশ দিয়েই ক্ষান্ত থাকতে পারি না; আমাদের বাস্তব ও রাজনৈতিক ভূমিকা রাখতে হবে।”

গাজার জনগণের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “যেসব পিতা-মাতা ক্ষুধা, তৃষ্ণা ও শাহাদাত সহ্য করেও প্রতিরোধ বজায় রাখছেন, তারা প্রকৃত ত্যাগের প্রতীক। মুসলিম উম্মাহকে শুধু শ্লোগান নয়, কার্যকর পদক্ষেপ নিয়ে মজলুমদের সহায়তা করতে হবে।”

তিনি আরও বলেন, “হজের স্লোগান ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ মুসলিমদের ঐক্যের প্রতীক। হজকে ব্যবহার করতে হবে গাজার পক্ষে বিশ্বমত গঠনে।”

শেষে তিনি ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে শহীদ হওয়া যোদ্ধাদের স্মরণ করে বলেন: “এরা মুসলিম উম্মাহর ঐক্য ও প্রতিরোধের প্রতীক। যদিও এই সংগ্রামে উম্মাহকে বড় মূল্য দিতে হয়েছে, তবু আশার প্রদীপ জ্বলে আছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha