বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ - ০১:৩০
এশিয়া রহস্য কোন দিকে ?

ইরান বনাম আমেরিকার গোপন খেলাটি কি এশিয়া'কে পাল্টে দিতে চায়ছে  ? 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
রিপোর্ট: মুস্তাক আহমদ

১৯৭৯ সালের পর থেকে ইরান ও আমেরিকার লড়াইটি এশিয়া মহাদেশকে ভাবিয়ে তুলেছে৷  বিগত ৩০০ বছর 'ইউরোপ সভ্যতা' বিশ্বকে নেতৃত্ব দিয়েছে৷ ইউরোপের জন্য কিন্তু সেই দিন শেষের দিকে, ইউরোপ সভ্যতার পড়ন্ত বিকেলে আমরা যা দেখছি তার প্রতিক্রিয়া কঠিন থেকে কঠিন হতে চলেছে৷ এবং তার গভীরে অন্য এক খেলা লুকিয়ে আছে৷ 
আসলে ঘটনার পিছনে মূল কারনটি সম্পূর্ণ উল্টো৷  বিগত বছরগুলি চলমান দেশগুলির রাজনীতি'র  পট পরিবর্তনে আমেরিকার গোপন হাতের খেলা চলছে এশিয়ার উপরে৷ যেটা দেখা যাচ্ছে তাহলঃ আমেরিকা এশিয়ার মধ্যবর্তী দেশগুলির রাজ্য রাজনীতি'তে প্রচন্ড রকম বিষাক্ত থাবা বসিয়েছে৷ 
রাজ্যের রাজনীতি'তে ধারাবাহিক পরিবর্তনে আমরা দেখলাম  শ্রীলঙ্ক, বাংলাদেশ, ইন্দোনেশিয়া,  তারপর নেপালে৷ উক্ত দেশের রাস্ট্র প্রধান দেশ ছেড়ে চলে গেলো দেশের নাগরিকদের আন্দোলনে৷ কিন্তু আসল ঘটনা অন্য ৷ শ্রীলঙ্ক, বাংলাদেশ, ইন্দোনেশিয়া,  তারপর নেপালে আমরা যা কিছু দেখলাম সবগুলিতে আমেরিকার গোপন হাত কাজ করেছে৷ এটি আমেরিকারই চাল৷ 
এখন প্রশ্ন হলো, — আমেরিকা কেন এশিয়ার প্রায় দেশগুলির রাজ্য রাজনীতির পরিবর্তনে গোপন খেলা খেলছে কেন?
এর মূলত কারন আমেরিকা ইরানের সঙ্গে কোন দিক দিয়ে পেরে উঠছে না৷ হকিকতে ইরানের কাছে আমেরিকা পরাজিত হয়েছে৷ আর ইরান এশিয়ার মধ্যে একটি দেশ৷ আমেরিকা বুঝে গেছে মাত্র কিছু দিনের পরেই ইরান এশিয়ার নেতৃত্ব দেবে৷ কিন্তু আমেরিকা সেটা কিছুতেই মেনে নিতে পারছে না৷ তাই এখন থেকে আমেরিকা এশিয়ার মাঠে গোপনে নোংরা খেলায় মেতে উঠেছে৷ তবে এটা মনে রাখতে হবে আমেরিকার হাত থেকে পাকিস্তানও বাদ যাবে না৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha