শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ - ২০:৫১
মিরপুরে জাশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও শুকরানা র‍্যালি অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর মিরপুরে কারবালা মারকাযি ইমামবারগাহ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাহফিল ও শুকরানা র‍্যালি। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা ও সামাজিক ব্যক্তিত্ব।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ মীর মোহাম্মাদী। তিনি তাঁর বক্তব্যে নবীজির (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষাকেন্দ্র খুলনার অধ্যক্ষ ও বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সভাপতি সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য এক মহান রাহবার। তাঁর শিক্ষা অনুসরণই প্রকৃত মুক্তির পথ।”

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. গোলাম গাওস আল-কাদেরী, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জনাব আমিনুল হক এবং মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মঈনুল ইসলাম মাজেদী। বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী, নীতি-আদর্শ ও বর্তমান সমাজে তার প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

মাহফিল শেষে এক বর্ণাঢ্য শুকরানা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইমামবারগাহ থেকে শুরু হয়ে মিরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মোহাম্মাদীয়া ট্রাস্ট, কারবালা মারকাযি ইমামবারগাহ, মিরপুর, ঢাকা। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানটি মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha