হাওজা নিউজ এজেন্সি: জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় মন্ত্রীরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার লক্ষ্যে এ ফোনালাপের উদ্যোগ নেন। তবে তাদের যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরান এখনো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় আরাকচি উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে পূর্বে প্রত্যাহার করা জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপকে “আইনগত ও যৌক্তিক ভিত্তিহীন” হিসেবে উল্লেখ করেন।
আরাকচি বলেন,
“ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে দায়িত্বশীল মনোভাবে আলোচনা করেছে এবং নতুন পরিস্থিতিতে সুরক্ষা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনের একটি স্পষ্ট কাঠামো তৈরি করেছে। এখন সময় এসেছে সব পক্ষের এই উদ্যোগের গুরুত্ব ও মূল্য অনুধাবন করার।”
তিনি আরও যোগ করেন, “এখন অপর পক্ষের উচিত কূটনীতির পথ অনুসরণ করে সংকট এড়িয়ে চলা এবং আন্তরিকতা প্রমাণ করা।”
এর আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছিলেন, ইরানের ইতিবাচক ও সদিচ্ছাপূর্ণ অবস্থানের প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোরও একই ধরনের গঠনমূলক পদক্ষেপ নেওয়া স্বাভাবিক প্রত্যাশা।
তিনি বলেন,
“আমরা প্রমাণ করেছি যে আমরা কূটনীতিকে এড়িয়ে যাই না এবং দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ রক্ষায় প্রতিটি সুযোগ কাজে লাগাব। এখন পালা ইউরোপীয় পক্ষের।”
আপনার কমেন্ট