বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:০৮
ইরানের যুদ্ধ প্রস্তুতি নতুন হামলা প্রতিহত করছে: সেনাপ্রধান

ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা বলেছেন যে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি এমন এক স্তরে পৌঁছেছে যে তা শত্রুদের ভুল হিসাব ও নতুনভাবে আক্রমণ শুরু করার ভাবনাকে প্রতিহত করে।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুলরহিম মুসাভি বুধবার আইআরজিসি (ইসলামিক রেভোলিউশনরি গার্ড কর্পস) স্থলবাহিনীর কৌশলগত সদর দফতর পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর বিপুল প্রস্তুতি ও সজাগতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইউনিটগুলো দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যে রকম দক্ষ ও সুসংহত প্রস্তুতি তৈরি করেছে, তা সব সম্ভাব্য হুমকির বিরুদ্ধে একটি দৃঢ় প্রতিরক্ষা নিশ্চিত করে।

জেনারেল মুসাভি তাদের ঐতিহাসিক যুদ্ধজ্ঞান ও অভিজ্ঞতাকে বিশেষভাবে উল্লেখ করে বলেন, বিশেষত আট বছরের যুদ্ধ (ইরাক-ইরান যুদ্ধ ) এবং ১২ দিনের আরোপিত যুদ্ধ থেকে অর্জিত শিক্ষা এই প্রস্তুতিকে আরো শক্তিশালী করেছে। তাঁর কথায়, “আমাদের প্রতিরক্ষা ও যোদ্ধা প্রস্তুতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে শত্রুদের ভুল হিসাবের সম্ভাবনা — যেমন নতুন করে আমাদের বিরুদ্ধে আক্রমণ করার চিন্তা — তৈরি হওয়া নয়।”

জেনারেল মুসাভি বলেন, প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা সবক্ষেত্রে জোরদার করা ইরানের একটি স্থায়ী কৌশল, যা দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করে এবং যেকোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক শক্তি বাড়ায়।

সংবাদে বলা হয়েছে, ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালায় বলে দাবি করা হয়; সংবাদটি জানায় যে ওই অভিযানে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকা লক্ষ্য করা হয়েছিল এবং সংঘাতে পরে যুক্তরাষ্ট্র ২২ জুন নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানার ঘটনা ঘটায়। ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় — আইআরজিসি এয়ারোস্পেস ফোর্স “ট্রু প্রমিস III” অভিযানের অধীনে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে রিপোর্ট করা হয়েছে, যা দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষতি ও প্রাণহানি আনায়।

রিপোর্ট অনুসারে, যুক্তরাষ্ট্রের হামলার পর পালটা হিসেবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটির ওপরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংঘাতটি ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে সমাধান হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha