বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ১০:২১
ভোগপুরে নবী দিবস উদযাপন 

পুর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার অন্তর্গত ভোগপুর রেল স্টেশনের সন্নিকটে ঝিয়ানদাহ গ্রামে গতকাল (16 সেপ্টেম্বর) আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো নবী দিবস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পুর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার অন্তর্গত ভোগপুর রেল স্টেশনের সন্নিকটে ঝিয়ানদাহ গ্রামে গতকাল (16 সেপ্টেম্বর) আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো নবী দিবস। স্থানীয় যুবক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্তের ইসলামি চিন্তাবিদ ও আলেমগণ।

নবী মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের দ্বীনি শিক্ষা ও জীবনাদর্শের প্রচার-প্রসারের লক্ষ্যে আয়োজিত এই মেহফিলে গ্রামীণ সমাজে সত্যের বার্তা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন মাযহাবের মধ্যে ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া থেকে আগত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মওলানা মুনির আব্বাস নাজাফি, বোলপুরের সাব্বির আলি মওলালী এবং হাওড়া জেলা থেকে আগত মুস্তাক আহমদ।

দুই শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে বক্তারা নবী করীম (সা.)-এর রিসালতের মূল বার্তা তুলে ধরেন এবং সমাজে প্রচলিত ভুল ধারণার খণ্ডন করে সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন।

এদিনের এই আয়োজন গ্রামীণ পরিবেশে ধর্মীয় চেতনার পাশাপাশি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha