বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ১৯:২৯
ঘোনারবন গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নবী দিবস উদযাপন

মিনাখাঁ থানার ঘোনারবন গ্রামে যথাযোগ্য মর্যাদা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নবী দিবস উদযাপন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মিনাখাঁ থানার ঘোনারবন গ্রামে যথাযোগ্য মর্যাদা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নবী দিবস উদযাপন করা হয়েছে। গ্রামীণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক অনন্য ধর্মীয় সমাবেশে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে পরিবেশ হয়ে ওঠে শান্তিময় ও হৃদয়গ্রাহী। তিলাওয়াত করেন ক্বারি মাওলানা তাফাজ্জুল হোসেন।

পরে আলোচনা সভায় উপস্থিত বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। বক্তব্য রাখেন মাওলানা ফিরোজ হোসায়েন যায়েদী সাহেব এবং মাওলানা আসগার আলী সাহেব। তাঁরা তাঁদের বক্তব্যে মহানবী (স.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে মানবতার মুক্তি, সমাজে ন্যায়নীতি ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

শুধু আলোচনা নয়, অনুষ্ঠানে ধর্মীয় ও সাহিত্যিক আবহ তৈরি করতে কবিতা পাঠ করেন আলী রেজা সাহেব, কামাল হোসেন, বানি হাশিম ও আয়ুব আলী সাহেব। তাঁদের আবৃত্তি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় এবং অনুষ্ঠানের পরিবেশকে আরও বর্ণময় করে তোলে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবেতভাবে দোয়া করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় ব্যক্তিত্ব—সবার অংশগ্রহণে ঘোনারবন গ্রামে নবী দিবস উদযাপন ছিল এক অনন্য আধ্যাত্মিক সমাবেশ, যা অংশগ্রহণকারীদের হৃদয়ে দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা জোগাবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha