হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী খানকাহ ও দরবারসমূহের প্রতিনিধি, মাজারের মুতাওয়াল্লী এবং সুফি স্কলাররা অংশগ্রহণ করেন। মাহফিলের সভাপতিত্ব করেন দরগাহ-ই-হযরত শাহজালাল রহ.-এর সারেকওম (মুতাওয়াল্লী) জনাব ফতেহ উল্লাহ আল আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যুব ইসলামিক সুফি স্কলার এবং মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, নবী বংশের ৩২তম আওলাদে পাক শাহজাদায়ে গাউছুল আযম শাহ সুফী মাওলানা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসানী আল মাইজভান্ডারী।
মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহি ওয়া সাল্লামের জীবন, নৈতিক শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের ওপর আলোচনা করা হয়। বক্তারা যুব সমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সমাজে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ মাশায়েখ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের মাহফিলের মাধ্যমে নবীজির (সা.) আদর্শ অনুসরণের জন্য যুব সমাজকে উৎসাহিত করা হচ্ছে এবং ইসলামী ঐতিহ্য ও সুফি শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
আপনার কমেন্ট