হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সাইয়্যেদ রেজা হুসাইনি, মাওলানা হাশিম আব্বাসসহ ঢাকার বিভিন্ন মসজিদ ও ইমামবাড়ার আলেম, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুমিনগণ। মাহফিলে ইমাম হাসান আসকারী (আ.)-এর জীবনের নৈতিকতা, জ্ঞান ও ইমামতের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইমাম হাসান আসকারী (আ.) ছিলেন আল্লাহর হুজ্জাত, যিনি কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ইসলামী চিন্তা ও মূল্যবোধ সংরক্ষণে অসামান্য ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। পরে নাত, মানক্বাবাত ও মুশায়রা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর। বক্তারা ইমাম (আ.)-এর শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানান এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
আপনার কমেন্ট