বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ - ১৬:৪৬
আমাদের নিরস্ত্র করা মানে আমাদের আত্মা ছিনিয়ে নেয়া: হিজবুল্লাহ

লেবাননের লয়ালটি টু দ্য রেসিস্ট্যান্স ব্লকের সদস্য হাসান ইজ্জাদ্দিন আলী বলেছেন-আমাদের নিরস্ত্র করা মানে আমাদের আত্মা ছিনিয়ে নেওয়া; যিনি আত্মা সৃষ্টি করেছেন কেবল তিনিই অর্থাৎ কেবল মহান আল্লাহই তা নিতে পারেন।

হাওজা নিউজ এজেন্সি: সুর শহরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন- আজ আমরা যখন ফিলিস্তিন ও গাজার ঘটনার দিকে তাকাই তখন নিজেদেরকে আইনবিহীন এক জঙ্গলের মধ্যে খুঁজে পাই, যার পেছনে রয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। আমরা এমন শত্রুর কাছে আত্মসমর্পণ করতে পারি না কিংবা সাদা পতাকা উড়াতে পারি না।

হাসান ইজ্জাদ্দিন আলী বলেন, আমাদের নিরস্ত্র করা মানে আমাদের আত্মাকে হত্যা করা, অথচ আত্মাকে কেবল স্রষ্টাই ছিনিয়ে নিতে পারেন। শহীদের রক্তে ভেজা ভূখণ্ড লেবাননকে আমেরিকার রক্ষক হতে দেব না বা ইসরায়েলি কলোনিতে রূপ নিতে দেব না। তিনি স্পষ্ট করে বলেন,  যারা হিজবুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের লক্ষ্য লেবাননকে বিভক্ত করা এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রা রোধ করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha