শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ - ১১:৪৮
যুদ্ধক্ষেত্র থেকে হাসপাতাল: ইসরায়েলি সৈন্যদের মানসিক পুনর্বাসন সংকট ভয়াবহ রূপ নিচ্ছে

ইহুদিবাদী দখলদার ইসরায়েলি সেনাদের মানসিক পুনর্বাসন সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। হিব্রু দৈনিক ইস্রায়েল হায়োম জানিয়েছে, বর্তমানে ২০ হাজারের বেশি আইডিএফ সৈন্য ও আহত সদস্য অবৈধ রাষ্ট্রের বিভিন্ন হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। এর মধ্যে প্রায় ৫৬ শতাংশ যুদ্ধ ও আঘাত-সম্পর্কিত মানসিক সমস্যায় ভুগছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, তারা বর্তমানে মোট ৮১,৭০০ জন যুদ্ধে আহত সেনাকে চিকিৎসা দিচ্ছে। এর মধ্যে প্রায় ৩১,০০০ জন মানসিক অসুস্থতা ও ট্রমায় আক্রান্ত, যা মোট আহত সৈন্যের ৩৮ শতাংশ। আহতদের মধ্যে ৪৫ শতাংশ শারীরিক আঘাত, ৩৫ শতাংশ মানসিক আঘাত এবং ২০ শতাংশ উভয় প্রকারের আঘাতে ভুগছে।

মন্ত্রণালয়ের অনুমান, ২০২৮ সালের মধ্যে পুনর্বাসন কার্যক্রমে ১ লাখ আহতকে চিকিৎসা দিতে হবে, যাদের অর্ধেক মানসিক আঘাতে ভুগবে।

অন্যদিকে, ইসরায়েলি পরিসংখ্যান কেন্দ্র অধিকৃত অঞ্চলের নাগরিকদের জীবনধারার ওপর জরিপ প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে, ১৩ শতাংশ ক্রমাগত মানসিক চাপের মধ্যে থাকে, ২৭ শতাংশ স্থূলকায় বা অতিরিক্ত ওজনযুক্ত, ১২ শতাংশ আর্থিক সমস্যার কারণে দাঁতের চিকিৎসা এড়িয়ে যায়, এবং ২১ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশ নিয়মিত ধূমপান করে।

অধিকৃত অঞ্চলের মোট জনসংখ্যা ১ কোটি ১৪ হাজার ৮০০, যার মধ্যে ৭৬ শতাংশ ইহুদি, ২১ শতাংশ বিদেশি অভিবাসী এবং ৩ শতাংশ আরব। পরিবারগুলোর ২৭ শতাংশ মাসিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছে।

পরিসংখ্যান কেন্দ্রের বার্ষিক তথ্য অনুযায়ী, গত বছরে অধিকৃত ভূখণ্ডে ৫১,৮৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ শতাংশ ক্যান্সারে, ১২ শতাংশ হৃদরোগে এবং ৬৫ শতাংশ অন্যান্য কারণে প্রাণ হারিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এসব তথ্য ইসরায়েলি সমাজে স্বাস্থ্য, মানসিক ও অর্থনৈতিক সংকটের গভীরতা তুলে ধরে, যা যুদ্ধ ও দখল নীতির কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha