শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ - ০৯:৪০
ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরি  ইসরায়েলের স্বার্থে: হুথি

ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর নেতা আব্দুল-মালিক আল-হুথি ডোনাল্ড ট্রাম্পের গাজা-সংক্রান্ত পরিকল্পনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ পরিকল্পনা সম্পূর্ণভাবে ইসরায়েলি শাসনের স্বার্থ রক্ষা করছে।

হাওজা নিউজ এজেন্সি: বৃহস্পতিবারের নিয়মিত টেলিভিশন ভাষণে তিনি বলেন, “ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনাটি প্রথমে নেতানিয়াহুর কাছে উপস্থাপন করা হয়। এরপর নেতানিয়াহু এতে সংশোধন এনে এমনভাবে সাজান যাতে এটি পুরোপুরি ইসরায়েলের চাহিদা পূরণ করে।”

তিনি আরও বলেন, “আমেরিকা-ইসরায়েলের এই পরিকল্পনায় গাজা উপত্যকার ওপর ফিলিস্তিনিদের কোনো ধরনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়নি।”

আনসারুল্লাহ নেতা অভিযোগ করেন, “ইসরায়েলি শত্রুরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করছে। তারা অবশিষ্ট ভবন ও ঘরবাড়ি ধ্বংস করছে এবং আবাসিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে বসবাসের অযোগ্য করে তুলছে।”

গাজার প্রতি বিশ্বব্যাপী সমর্থনের প্রসঙ্গ টেনে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টের অবস্থানকে প্রশংসা করেন। আল-হুথি বলেন, “আরব নেতারা যারা ট্রাম্পের প্রো-ইসরায়েলি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তাদের উচিত কলম্বিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে শিক্ষা নেওয়া।”

তিনি আরও যোগ করেন, “দুঃখজনকভাবে অধিকাংশ আরব ও মুসলিম নেতার অবস্থান কলম্বিয়ার প্রেসিডেন্টের মতো দৃঢ় নয়। তিনি ফিলিস্তিন মুক্তির জন্য একটি সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha