হাওজা নিউজ এজেন্সি: এই হাদীসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সতর্কতা ব্যক্ত হয়েছে—একান্ত নির্জনতায়ও গুনাহ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে!
রাসুলে আকরাম (সা.) ইরশাদ করেছেন—
اتَّقوا مَعاصِیَ اللّهِ فِی الخَلَواتِ، فَإِنَّ الشّاهِدَ هُوَ الحاکِمُ.
তোমরা নির্জনতায় আল্লাহর অবাধ্যতা (ও গুনাহ) থেকে বিরত থাকো; কারণ যিনি (এই গুনাহের) সাক্ষী, তিনিই বিচারক
[মিজানুল হিকমাহ, হাদীস নং ৬৭৬১]
মানুষ একা থাকলে অনেক সময় মনে করে—তার কাজ কেউ দেখছে না, তাই গুনাহ করা সহজ। কিন্তু মুমিন জানে, আল্লাহ সর্বদ্রষ্টা ও সর্বজ্ঞ। তিনি শুধু পর্যবেক্ষকই নন, বরং তিনিই চূড়ান্ত বিচারকও।
সুতরাং, প্রকৃত তাকওয়াবান সেই ব্যক্তি, যিনি লোকচক্ষুর আড়ালেও আল্লাহকে উপস্থিত জেনে নিজেকে গুনাহ থেকে সংযত রাখেন।
আপনার কমেন্ট