হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু’মিনিন ইমাম আলী (আ.) বলেন,
عَجِبتُ لأقوامٍ یَحتَمُونَ الطَّعامَ مَخافَةَ الأذی، کَیفَ لا یَحتَمُونَ الذُّنوبَ مَخافَةَ النّارِ؟
“আমি সেই মানুষদের দেখে বিস্মিত হই, যারা দেহের ক্ষতির ভয়ে কিছু খাবার থেকে বিরত থাকে, অথচ জাহান্নামের আগুনের ভয় থাকা সত্ত্বেও কেন তারা গোনাহ থেকে বিরত থাকে না?”
[তুহাফুল উকুল, পৃষ্ঠা ২০৪]
বিশ্লেষণ ও ব্যাখ্যা:
ইমাম আলী (আ.)-এর এই বাণীতে নৈতিক আত্মজিজ্ঞাসার এক গভীর আহ্বান নিহিত আছে। মানুষ তার পার্থিব জীবন রক্ষায় যতটা সচেতন, আত্মিক জীবনের বিষয়ে ততটা উদাসীন— এমন বৈপরীত্যই এই উক্তির মর্মে ফুটে উঠেছে।
আমরা যেমন সামান্য অসুস্থতার ভয়ে তেল-চর্বি, নোনতা বা ক্ষতিকর খাবার থেকে বিরত থাকি, তেমনি আমাদের উচিত আত্মাকে ব্যাধিগ্রস্ত করা গোনাহ থেকেও সতর্ক থাকা। কারণ দেহের রোগ সাময়িক, কিন্তু আত্মার শাস্তি অনন্ত।
আপনার কমেন্ট