শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ - ১০:৩২
কিয়ামতের দিন পাপীদের আর্তনাদ!

কিয়ামতের দিন পাপী-অপরাধীরা এমন কিছু কথা বলবে, যা তাদের গভীর আতঙ্ক ও অনুশোচনার প্রতিচ্ছবি—আল্লাহর কঠিন বিচার সামনে রেখে তাদের হৃদয়জুড়ে থাকবে ভয়, হতাশা ও পরিতাপ।

হাওজা নিউজ এজেন্সি: আল-কুরআনের ভাষ্যানুযায়ী কিয়ামতের দিবে পাপীদের প্রথম আর্তনাদ:

কবর থেকে পুনরুত্থানের মুহূর্তে
یا وَیْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
যখন তারা ঘুমের মতো শান্ত কবর থেকে জেগে উঠবে, আতঙ্কে চিৎকার করে বলবে: “হায় আমাদের দুর্ভাগ্য! কে আমাদের এই বিশ্রামস্থল থেকে জাগিয়ে তুলল?” তাদের বলা হবে: “এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় আল্লাহ দিয়েছিলেন, এবং নবীগণ সত্যই তা প্রচার করেছিলেন। [সূরা ইয়াসিন, আয়াত ৫২]

কিয়ামতের দৃশ্য
যখন তারা কিয়ামতের ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হবে, তাদের চোখ স্থির হয়ে যাবে, বিস্ময়ে তাকিয়ে বলবে: “হায়, আমরা তো এই দিনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিলাম! বরং আমরা নিজেরাই ছিলাম সীমালঙ্ঘনকারী।”  [সূরা আম্বিয়া, আয়াত ৯৭]

আমলনামা
যখন তাদের সামনে তুলে ধরা হবে আমলনামা, তারা চমকে উঠে বলবে: “হায়, এ কেমন আমলনামা! এতে তো ছোট-বড় কোনো কাজই বাদ যায়নি—সবই এতে লিপিবদ্ধ!” [সূরা কাহফ, আয়াত ৪৯]

অন্ধ অবস্থায় পুনরুত্থান

কিছু অপরাধী পুনরুত্থিত হবে অন্ধ অবস্থায়। তারা বলবে:
رَبِّ لِمَ حَشَرْتَنِی أَعْمَی وَقَدْ کُنْتُ بَصِیرًا / قَالَ کَذَلِکَ أَتَتْکَ آیَاتُنَا فَنَسِیَتَهَا وَکَذَلِکَ الْیَوْمَ تُنْسَی
হে আমার প্রভু! কেন আমাকে অন্ধ করে তুললে, অথচ আমি তো দুনিয়ায় দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম?” উত্তরে বলা হবে: “তুমি যখন আমাদের আয়াত পেয়েছিলে, তখন তা ভুলে গিয়েছিলে। আজ তুমি নিজেই ভুলে যাওয়া এক অস্তিত্ব। [সূরা ত্বাহা, আয়াত ১২৫–১২৬]

জীবনের সময় নিয়ে বিভ্রম
কিয়ামতের দিন অপরাধীরা শপথ করে বলবে:
وَیَوْمَ تَقُومُ السَّاعَةُ یَقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَیْرَ سَاعَةٍ
আমরা তো দুনিয়ায় এক ঘণ্টার বেশি ছিলাম না! [সূরা রূম, আয়াত ৫৫]

এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, পাপের পথ যতই দীর্ঘ হোক, তার শেষ গন্তব্য অনুশোচনার অন্ধকারে। কিয়ামতের সেই প্রথম মুহূর্তে, পাপীদের আর্তনাদ হবে ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক স্বীকারোক্তি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha