হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী চিন্তাধারার অন্যতম আলোচিত বিষয় ‘মাহদাবিয়াত’-অর্থাৎ ইমাম মাহদি (আ.) সম্পর্কিত বিশ্বাস। সাম্প্রতিক সময়ে ওহাবি মতাবলম্বীদের পক্ষ থেকে এই বিষয়টির ওপর ধারাবাহিক আক্রমণ ও প্রশ্ন উত্থাপন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ নিহিত রয়েছে শিয়া মতবাদের কেন্দ্রীয় ধারণা ইমামত–এর সঙ্গে মাহদাবিয়াতের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে।
বিশ্লেষকদের দাবি, শিয়া মতবাদের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি-বিশেষ করে ইমামত সম্পর্কিত আলোচনাগুলো-আহলে সুন্নাহর মধ্যকার মাহদাবিয়াত সম্পর্কিত ঐতিহ্য থেকেই সহজে ব্যাখ্যা ও প্রমাণ করা যায়। ফলে, মাহদাবিয়াতকে অস্বীকার বা বিকৃত করার মাধ্যমে মূল ইমামত ধারণাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, মাহদাবিয়াতের ধারণা থেকে কেউ বিচ্যুত হয়ে পড়লে ইমামতের গভীর তাত্ত্বিক ভিত্তি অনুধাবন করা তার জন্য কঠিন হয়ে যায়। এই কারণেই ওহাবি মতাবলম্বীরা ইমাম মাহদি (আ.) সম্পর্কিত আলোচনাকেই প্রধান লক্ষ্যবস্তু বানাচ্ছে।
ধর্মবিশারদদের মতে, শিয়াদের ইমামত ও মাহদাবিয়াত সম্পর্কিত যেসব প্রশ্ন বা সমালোচনা তোলা হয়, সেগুলোর জবাব আহলে সুন্নাহর নিজস্ব প্রামাণ্য গ্রন্থেই পাওয়া যায়। বিশেষ করে ইমাম মাহদি (আ.) সম্পর্কে সুন্নি ঐতিহ্যের বিশদ আলোচনা এই বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে।
আপনার কমেন্ট