মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ - ০৯:৫৯
রোগীর সেবা ও সাহায্যের অপার সওয়াব

ইসলাম শুধু নামাজ, রোজা বা দানকে নয়, মানবসেবাকেও মহান ইবাদত হিসেবে ঘোষণা করেছে। বিশেষ করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের প্রয়োজন মেটানোর প্রচেষ্টা আল্লাহর দরবারে এমন মর্যাদা পায়, যা মানুষকে সম্পূর্ণরূপে গুনাহমুক্ত করে দিতে পারে।

হাওজা নিউজ এজেন্সি:*:রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,
مَن سَعی لِمَریضٍ فی حاجَةٍ قَضاها أو لَم یَقضِها، خَرَجَ مِن ذُنوبِهِ کَیَومٍ وَلَدَتْهُ اُمُّهُ.
যে ব্যক্তি কোনো রোগীর প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করে— (তা পূর্ণ হোক বা না হোক)— সে তার সমস্ত গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে যায়, যেমন সে তার মায়ের গর্ভ থেকে সদ্য জন্ম নিয়েছিল।”

[সূত্র: মান লা ইয়াহদ্বুরুহুল ফকীহ, খণ্ড ৪, পৃষ্ঠা ১৬]

এই হাদীস আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের দুঃসময়ে তার পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা ও ঈমানের প্রতিফলন। অসুস্থ ব্যক্তির প্রয়োজন মেটাতে আন্তরিক প্রচেষ্টা আল্লাহর নিকট এতই প্রিয় যে, তার বিনিময়ে বান্দা পায় সম্পূর্ণ পাপমুক্তির বরকত। তাই ইসলামি দৃষ্টিতে রোগীর সেবা শুধু দয়া বা সামাজিক দায়িত্ব নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য ইবাদত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha