মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ - ১৪:২৪
“তুফানুল-আকসা আমাকে জাগিয়ে তুলেছে”-শিয়াদের বিরুদ্ধে প্রচারিত মিথ্যা উপলব্ধির স্বীকারোক্তি

দীর্ঘদিন ধরে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া বহু ধারণা আসলে ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, “তুফানুল-আকসা” অভিযানের পর ইসলামী বিশ্বের নানা প্রান্তে মতাদর্শগত পুনর্বিবেচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন এক সাবেক ধর্মীয় আলেম। তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া বহু ধারণা আসলে ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, আমরা আগে বিশ্বাস করতাম যে ইসলামী উম্মাহর জন্য সবচেয়ে বড় হুমকি হলো তথাকথিত ‘ইরানি প্রকল্প’। এমনকি আমাদের শেখানো হয়েছিল-সিয়োনিস্ট প্রকল্পের চেয়েও ইরান বেশি বিপজ্জনক! কারণ, নেতানিয়াহু নাকি আহলে কিতাব।

তিনি বিস্ময় প্রকাশ করে যোগ করেন, এক সময় আমি নিজেই এমন আলোচনায় উপস্থিত ছিলাম, যেখানে বলা হতো-‘নেতানিয়াহু আমাদের কাছে ইরান ও খামেনেয়ীর চেয়ে বেশি ঘনিষ্ঠ, কারণ তিনি আহলে কিতাব!’ ভাবা যায়? আমরা এমন এক ভয়ংকর ভুল ধারণায় বেঁচে ছিলাম।

এই আলেম বলেন, আমি নিজে বই লিখেছি, বক্তৃতা দিয়েছি-যেখানে শিয়াদের বিরুদ্ধে কথা বলেছি। আমাদের শেখানো হয়েছিল: ‘শিয়া কাফের, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না।’ অথচ সত্যের অনুসন্ধানে বেরিয়ে বুঝলাম-আমরা এক চাপিয়ে দেওয়া মিথ্যার মধ্যে জীবন কাটিয়েছি।

তিনি আরও জানান, ২০২৩ সালের ৭ অক্টোবরের “তুফানুল-আকসা” অভিযানের পর থেকেই তার দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন হয়েছে।
“এই তুফান আমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে,” তিনি বলেন। “আমাদের আন্দোলনের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, আমি গণমাধ্যমের ওপর নির্ভর করি না। তথ্য আমি পাই মূল উৎস থেকে।”

তার মতে, এই ঘটনাগুলো প্রমাণ করে-ইসলামী ঐক্যের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে ভুল প্রচারণা চালানো হয়েছে। এখন সময় এসেছে, মুসলমানদের নিজেদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি ও শত্রুতার দেয়াল ভেঙে ফেলার।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha