বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ - ২১:৪০
নাজাফে আশরাফে ফাতেমিয়া শোক মিছিলের দশম পর্বে হজরত আয়াতুল্লাহ আল-উজমা হাফিজ বশীর হুসাইন নাজাফি (দা.যি.ও) -এর অংশগ্রহণ

হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) -এর অংশগ্রহণ ও হাওজা-এ-ইলমিয়ার আলেম-তলাবাদের লক্ষণীয় উপস্থিতিতে, নাজাফে আশরাফে ফাতেমিয়া শোক মিছিলের দশম পর্ব অনুষ্ঠিত হলো।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র শহর নাজাফে আশরাফে আজ ফাতেমিয়া শোক মিছিলের দশম পর্বের আয়োজন করা হয়। এতে সন্মানীয় মর্যাদাবান মারজা, হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) এর পাশাপাশি হাওজা-এ-ইলমিয়ার বিশিষ্ট আলেমে দীন ও তলাবা, বিভিন্ন গোত্রের প্রতিনিধিগণ, হোসাইনী মৌকিবের খাদেমগণ এবং ইরাকের বিভিন্ন শহর ও বিদেশ থেকে আগত মোমেনীন অংশগ্রহণ করেন।
শোক মিছিলটি সন্মানীয় মর্যাদাবান মারজা (দামা যিল্লুহুল ওয়ারিফ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে হজরত আমিরুল মোমেনিন আলাইহিস সালামের পবিত্র রওজা শরিফের দিকে অগ্রসর হয়। সেখানে হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) স্বয়ং শোক মিছিলে অংশগ্রহণকারীদের প্রথম সারিতে উপস্থিত ছিলেন।
এই বিশাল ধর্মীয় ও মাযহাবি সমাবেশ হজরত ফাতেমা যাহরা আলাইহাস সালামের শোক চিরস্থায়ী রাখার এবং আহলে বাইত (আলাইহিমুস সালাম)-এর প্রতি অনুরাগ ও ভালোবাসা পুনর্ব্যক্ত করার দৃঢ় সংকল্পেরই বহিঃপ্রকাশ।
শোক মিছিলের শুরুতে পবিত্র কুরআনের আয়াত তিলাওতের পর হজরত ফাতেমা যাহরা (আলাইহাস সালাম)-এর ওপর সংঘটিত মাজলুমিয়াত বর্ণনা করা হয়। এছাড়াও বিশিষ্ট কবিগণ তাদের কবিতার মাধ্যমে মাজলুমা বীবি (আলাইহিস সালাম)-এর মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং তাঁর মাসায়েব বর্ণনা করেন।
শোক মিছিলের সমাপ্তিতে হজরত ইমাম আলী (আলাইহিস সালামের)-এর পবিত্র রওজার প্রাঙ্গনে একটি শোক মজলিস অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় ও জনগণের প্রতিনিধিদল ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।
এই মজলিসে হজরত ফাতেমা যাহরা (আলাইহাস সালাম)-এর জীবনের ঐতিহাসিক ঘটনাবলি বর্ণনা করা হয়। এবং সমাপনী পর্বে হজরত ইমাম আলী (আলাইহিস সালাম)-এর জিয়ারত এবং ইমামে জামানা (আ.ফা.)-এর বরকতময় খেদমতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে এই শোক মিছিলের সমাপ্তি ঘটে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha