হাওজা নিউজ এজেন্সি: আগা সাইয়্যেদ আবুল হাসান আলী রাজাভী কাশ্মীরী নকল করেন যে তাঁর চাচাতো ভাই, আয়াতুল্লাহ সাইয়্যেদ আবদুল করিম কাশ্মীরী একদিন বলেন, “আমার ঘরে ফ্রিজ ছিল না। আমি মাজার-এ-মুকাদ্দাসা, হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর হারামে গেলাম এবং সেই বান্দার দরবারে একটি ফ্রিজ চাইলাম। বাসায় ফিরে দেখি, দরজার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং তাতে ফ্রিজ।
আমি জিজ্ঞেস করলাম, ‘এটা কোথা থেকে আনলেন?’
সে বলল, ‘আমার তা বলার অনুমতি নেই।’”
সাইয়্যেদ আবুল হাসান আলী রাজাভী কাশ্মীরী বলেন, “আমি তাঁর কাছে তঙ্গদশা (আর্থিক অনটন) দূর করার জন্য কোনো যিকির জানতে চাইলাম।
তিনি বললেন, প্রতিদিন ১১০ বার এই দোয়া পড়ো:
اللَّهُمَّ أَغْنِنِی بِحَلالِکَ عَنْ حَرامِکَ وَ بِفَضْلِکَ عَمَّنْ سِوَاکَ
হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে অমুখাপেক্ষী করুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে হেফাজত করুন।
সূত্র: রোজনে-হায়ি আজ আলামে গায়েব, পৃষ্ঠা ১১০
আপনার কমেন্ট