শনিবার ১৫ নভেম্বর ২০২৫ - ০৯:০৩
হজরত ফাতিমা যাহরা (সা. আ.)–এর মাজলুমিয়াত (অত্যাচার সহ্য করা অবস্থা) একজন ব্রিটিশ মেয়ের উপর কীভাবে প্রভাব ফেলেছে/ভিডিও

হজরত ফাতিমা যাহরা (সা. আ.)–এর জীবনের বেদনাময় অধ্যায়—মাজলুমিয়াত ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবিচল ধৈর্য—একজন ব্রিটিশ তরুণীর হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। ইতিহাসের এই আধ্যাত্মিক সত্যের সঙ্গে পরিচয় তাঁর চিন্তা, মনন ও জীবনের দৃষ্টিভঙ্গিতে এনে দিয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। এই ভিডিওতে উঠে এসেছে কীভাবে এক দূর সংস্কৃতির তরুণীর অন্তরজগতে আলোড়ন তোলে ফাতিমার (সা.) সেই অনুপম ধৈর্য ও আত্মত্যাগের গল্প।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha