হাওজা নিউজ এজেন্সি: মিশনটি X-এ প্রকাশিত বিবৃতিতে লিখেছে, “যুক্তরাষ্ট্র এবং ই–থ্রি (ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি) আগামী সপ্তাহে আইএইএ বোর্ডের বৈঠকে ইরানবিরোধী একটি প্রস্তাব টেবিলে আনতে চাচ্ছে। কথিত ‘স্ন্যাপব্যাক’-এর পর এটি হবে আরেকটি বড় ভুল, যা বোর্ডকে রাজনৈতিককরণের সুস্পষ্ট প্রচেষ্টা।”
বিবৃতিতে আরও সতর্ক করা হয়, “এ ধরনের মুখোমুখি অবস্থান তৈরির কৌশল বিভ্রান্তিকর এবং এতে তাদের কোনো লাভ হবে না। প্রস্তাবটি অনুমোদিত হলে তা স্বাভাবিকভাবেই ইরান–আইএইএ সহযোগিতার ইতিবাচক গতিপথকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।”
ইরানি গণমাধ্যমের বরাতে কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইতোমধ্যে একটি নতুন ইরানবিরোধী প্রস্তাবের খসড়া তৈরি করছে, যা আগামী সপ্তাহে আইএইএ বোর্ডে পেশ করা হতে পারে।
আইএইএ বোর্ড অব গভর্নর্স বুধবার থেকে ভিয়েনায় তাদের নিয়মিত নভেম্বর অধিবেশন শুরু করবে।
ভিয়েনায় অবস্থানরত প্রেস টিভির সংবাদদাতা শুক্রবার কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, ই–থ্রি নতুন প্রস্তাব আনার প্রস্তুতি সম্পন্ন করেছে। এই উদ্যোগটি আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি–র ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের পর এসেছে, যেখানে ইরানের ইউরেনিয়াম মজুত সংক্রান্ত মূল্যায়ন তুলে ধরা হয়।
তবে তিনি বলেন, খসড়াটি এখনো আইএইএ–এর কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়নি এবং ইউরোপের তিন দেশের রাজধানীতে এখনো আলোচনা চলছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র প্রস্তাবটির সহ–উত্থাপক হবে কিনা সেটিও এখনো নিশ্চিত নয়।
আপনার কমেন্ট