সোমবার ১৭ নভেম্বর ২০২৫ - ১০:৩৭
ইরান–পিজিসিসি: আঞ্চলিক ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে টেলিফোন আলাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (পিজিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই-এর সঙ্গে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসম্পন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার অনুষ্ঠিত এ আলাপচারিতায় উভয় পক্ষ সাম্প্রতিক আঞ্চলিক অগ্রগতি, দ্বিপক্ষীয় সম্পর্কের প্রবণতা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।

তারা ইরান ও পিজিসিসি সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের ধারাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha