হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
رُبَّ عَزیزٍ أَذَلَّهُ خُلْقُهُ وَ ذَلیلٍ أَعَزَّهُ خُلْقُهُ
অনেক সম্মানিত ব্যক্তিকে তার খারাপ চরিত্র ও নৈতিকতা হীন করে দিয়েছে, আবার অনেক হীন মানুষকে তার ভালো চরিত্র ও নৈতিকতা মর্যাদাশালী ও প্রিয় করে দিয়েছে।
[বিহারুল আনওয়ার, খন্ড- ৭১, পৃষ্ঠা- ৩৯৬, হাদিস- ৭৯]
ব্যাখ্যা:
• হাদীসটি নির্দেশ করে যে মানুষের মর্যাদা কেবল পদ বা অবস্থানের উপর নির্ভরশীল নয়; বরং নৈতিক চরিত্র ও আচরণই মূল নির্ধারক।
• খারাপ চরিত্র ও নৈতিকতা মানুষকে হীন ও অপমানিত করে, আর ভালো নৈতিকতা তাকে সম্মানিত ও প্রভাবশালী করে।
• এটি আমাদের শেখায় যে, নৈতিক গুণাবলীর চর্চা কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, সামাজিক মর্যাদা ও মানুষের হৃদয়ে প্রভাব বিস্তারের প্রধান উপায়।
আপনার কমেন্ট