হাওজা নিউজ এজেন্সি: কিয়ামতের দিনে আমরা আমাদের নেক আমলগুলো জীবনে সবচেয়ে প্রিয় মানুষটির হাতে দিতে পারব না; বরং বাধ্য হয়ে তা দিতে হবে সেই ব্যক্তিকে—
যাকে আমরা ঘৃণা করতাম, যার সম্পর্কে পরনিন্দা করেছি, কিংবা যার অধিকার হরণ করেছি।
গুনাহ, বিশেষ করে হাক্কুল নাস (মানুষের হক বা অধিকার হরণ)— এটাই বোকামি, কোনো ধরনের বুদ্ধিমত্তা নয়। প্রকৃত চালাকি ও প্রজ্ঞা হলো আল্লাহর প্রকৃত বন্দেগী করা।
বাস্তবে আমাদের অনেক ‘চালাকি’–ই আসলে ‘নিচল ধোঁকা’ ছাড়া আর কিছু নয়।
যে ব্যক্তি গর্ব করে বলে— “আমি অমুককে ভালোই ধোঁকা দিয়েছি”— সে নিজেই ভুল করছে। কারণ বাস্তবে সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে; (এখন) অন্যের হক তার দায়িত্ব হিসেবে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে।
উৎস: বেহেশ্তে পারসায়ী— আল্লামা আয়াতুল্লাহ বাহাউদ্দিনীর স্মৃতিচারণ।
আপনার কমেন্ট