হাওজা নিউজ এজেন্সি: নবী করিম ﷺ ইরশাদ করেন,
ثَلاثٌ لَوْ یَعْلَمُ أُمَّتِی ما فِیها مِنَ الثَّوابِ لَتَدافَعُوا عَلَیْها بِالسِّهامِ: الأذانُ، وَ التَّبْکِیرُ إِلَی الجُمُعَةِ، وَ الصَّفُّ الأَوَّلُ فِی الجُمُعَةِ وَ الجَماعَةِ
“তিনটি আমল আছে, যদি আমার উম্মত এদের সওয়াব সম্পর্কে জানত, তাহলে ছুটে যেত এবং প্রতিযোগিতা করত—
১. আজান দেওয়া
২. জুমার নামাজের জন্য আগে আগেই রওনা হওয়া
৩. জুমা ও জামাতে প্রথম কাতারে দাঁড়ানো।”
[বিহারুল আনওয়ার, খণ্ড ৮৪, পৃষ্ঠা ১৫৬]
আপনার কমেন্ট