শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ - ১৩:০৫
হজরত ফাতিমা যাহরা (সা.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিস

মাওলানা মুনির আব্বাস নাজাফি জানান, কাওসার শুধু জান্নাতের একটি নদী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক মহান দান, যা হজরত ফাতিমা যাহরা (সা.)-এর পবিত্র বংশধারা, বরকত ও আল্লাহর বিশেষ রহমতের প্রতীক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হজরত ফাতিমা যাহরা (সা.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক শোকময় ও আধ্যাত্মিক পরিবেশে মজলিসের আয়োজন করা হয়। মজলিসে প্রধান খতিব হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব।

বক্তব্যে তিনি হজরত ফাতিমা যাহরা (সা.)-এর জীবনাদর্শ, ত্যাগ ও ইসলামের প্রতি তাঁর অগাধ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি তিনি “কাওসার” বিষয়কে কেন্দ্র করে কোরআন ও হাদিসের আলোকে এর প্রকৃত অর্থ, গুরুত্ব ও তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেন।

মাওলানা মুনির আব্বাস নাজাফি জানান, কাওসার শুধু জান্নাতের একটি নদী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক মহান দান, যা হজরত ফাতিমা যাহরা (সা.)-এর পবিত্র বংশধারা, বরকত ও আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। তিনি বলেন, কাওসারকে উপলব্ধি করতে হলে ফাতিমা যাহরা (সা.)-এর চরিত্র, ঈমান, ধৈর্য ও ত্যাগের শিক্ষা জীবনযাপনে বাস্তবায়ন করা জরুরি।

মজলিসে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। শেষাংশে শহীদার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha