হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ইসলামি বিপ্লবের একদল প্রহরীর সঙ্গে সাক্ষাতে আয়াতুল্লাহ কাআবি বলেন: হযরত ফাতিমা জাহরা (সা.) ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি মহানবী (সা.)-এর অনুরূপ। দিকনির্দেশনা ও যুক্তি-প্রতিপাদনের ক্ষেত্রেও তিনি তাঁর পিতার অনুরূপ ছিলেন। নবী করীম (সা.)-ও তাঁর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতেন।
তিনি উল্লেখ করেন যে হযরত জাহরা (সা.) গোটা মুসলিম উম্মতের প্রতি গভীর দায়িত্ববোধ রাখতেন এবং বলেন: তিনি একজন নারী হয়েও বিশাল এক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন যার কেন্দ্রবিন্দু ছিল ‘ওলায়াত’ বা নেতৃত্ব-অনুসরণ।
নেতৃত্ব বিশেষজ্ঞ পরিষদের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন: হযরত জাহরা (সা.)-এর প্রতিরোধে ছিল বিপুল বরকত— যার একটি আশুরা; এবং সেই বরকতের ধারাই হলো যে, বিশ্ব মানবতার ত্রাণকর্তার (ইমাম মাহদি আ.) আগমনে বিশ্ব ন্যায় ও সুবিচারে ভরে উঠবে। ইসলামি বিপ্লবও হযরত জাহরা (সা.)-এর প্রতিরোধের আলো থেকে উদ্ভাসিত। আমাদের ফাতিমি ধৈর্য ও ফাতিমি বাসীরাত (দূরদৃষ্টি) প্রয়োজন। ‘ফাতিমা ছিলেন সত্যবাদিনী ও শহীদা।’
আয়াতুল্লাহ কাআবি বলেন: ইমাম (খোমেনি) বলতেন— যদি সেপাহ (ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী) না থাকত, দেশও থাকত না। ওলায়াত-ই-ফাকিহের অধীনে সেপাহ ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষার ঢাল, অগ্রগতির দিকনির্দেশক এবং সভ্যতা-চর্চার চালিকাশক্তি।
তিনি আরও বলেন: জনগণ বেলায়াত-ই-ফাকিহ, হাওযা ও রুহানিয়াতের (আলেমসমাজ) পাশাপাশি সেপাহ-এর প্রতিও দেশের বৈধতা পুনর্গঠন, কার্যকারিতা, অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই আশা-উদ্দীপনা সৃষ্টির ব্যাপারে আশাবাদী। বাসিজ সপ্তাহে আমাদের উচিত ইরানি জাতির ক্ষমতার মহাকাব্যের শহীদদের স্মরণ করা, বিশেষত তাদের অগ্রভাগে থাকা শহীদ সেনাপতিদের।
শত্রুরা ইরানি জাতিকে দমিয়ে রাখা ও আমেরিকা ও জায়নিজমের পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করানোর জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে ওলায়াত-ই-ফাকিহকে এবং ঈমানদার, বিপ্লবী বাহিনীকে। তারা চেষ্টা করে অপপ্রচার, ভ্রান্ত চেতনা তৈরি এবং মানুষ, আলেমসমাজ ও পবিত্র ব্যবস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে— কিন্তু সফল হতে পারে না। কারণ বসিজ ও রুহানিয়াত জনগণনির্ভর, এবং তারা ওলায়াতের রাস্তায় নিরাপত্তা ও আধ্যাত্মিকতার ভিত্তি তৈরি করে।
নেতৃত্ব বিশেষজ্ঞ পরিষদের সদস্য শেষ করে বলেন: নীতি-নির্ধারণী পর্যায়ে নবিদিগুলোর (এলিট) পরিবর্তন, মেধাবী ও অনুপ্রাণিত তরুণদের এবং ঈমানদার, বিপ্লবী শক্তিকে আকৃষ্ট করা— এ প্রক্রিয়া অবশ্যই ঘটতে হবে।
আপনার কমেন্ট