হাওজা নিউজ এজেন্সি: রবিবার দক্ষিণ বৈরুতের হারেত হরাইক এলাকায় আবাসিক ভবনে ইসরাইল পরিচালিত ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হায়সাম আলী তাবাতাবায়ী শহীদ হয়েছেন বলে রবিবার রাতের এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, “গর্ব ও সম্মানের সঙ্গে হিজবুল্লাহ প্রতিরোধের জনগণ এবং সমগ্র লেবাননবাসীর উদ্দেশে ঘোষণা করছে যে মহান মুজাহিদ কমান্ডার হায়সাম আলী আল-তাবাতাবায়ী (সাইয়্যেদ আবু আলী) শাহাদাতের উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছেন। লেবানন ও তার জনগণের রক্ষায় তিনি ইসরাইলের বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলায় নিজের জীবন উৎসর্গ করেছেন।”
হিজবুল্লাহ জানায়, তাবাতাবায়ী সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিরোধ শক্তির ভিত্তি নির্মাণ, সামরিক কাঠামো সুদৃঢ়করণ এবং কৌশলগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করেছেন। তার নিষ্ঠা, নেতৃত্ব এবং সংগ্রামী ভূমিকা সংগঠনের ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার তাবাতাবায়ীর শাহাদাত প্রতিরোধযোদ্ধাদের মাঝে নতুন উদ্দীপনা, আশা ও দৃঢ়প্রতিজ্ঞা সৃষ্টি করবে এবং “জায়নিস্ট শত্রু ও তার পৃষ্ঠপোষক আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।”
হিজবুল্লাহ শহীদ কমান্ডারের পরিবার এবং প্রতিরোধ সমর্থক সমগ্র জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং এ শোকাবহ সময়ে ধৈর্য ও সান্ত্বনার আহ্বান জানিয়েছে।
ইসরাইলি হামলায় কমান্ডার তাবাতাবায়ীসহ অন্তত পাঁচজন নিহত হন এবং নারী-শিশুসহ ২৮ জন আহত হন বলে লেবাননের স্বাস্থ্য সূত্র জানিয়েছে।
আপনার কমেন্ট