হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
২০ জমাদিউস সানী নবী দুহিতা সমগ্র জগৎ সমূহের নারীদের এমনকি হযরত মারয়াম বিনতে ইমরানেরও (আ) নেত্রী ইমাম আমীরুল মু'মিনীন হযরত আলীর (আ) সহধর্মিনী ইমাম হাসান (আ) ও ইমাম হুসাইনের (আ) মা জননী হযরত ফাতিমা যাহরা বিনতে রাসূলিল্লাহর (সা) শুভ জন্মদিনে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, তাহনিয়ত ও মুবারক বাদ।
হযরত ফাতিমা যাহরার (আ) জন্মদিবস ইমাম খোমেইনীরও জন্মদিবস।আর এ দিনকে ( হযরত ফাতিমার-আ- শুভ জন্মদিন) ইরানে নারী ও মাতৃদিবসও ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে হযরত ফাতিমা যাহরার (আ) একটি হাদীস ও বাণী উদ্ধৃত করা হল:
حضرت فاطمه عليهاالسلام : حُبِّبَ إلَىَّ من دُنياكُم ثَلاثٌ : تِلاوَةُ كِتابِ اللّه ِ و النَّظَرُ في وَجهِ رَسولِ اللّه ِ و الإنفاقُ في سَبيلِ اللّه ِ ؛ [ . نهج الحياة ، ح 164 .]
حضرت فاطمه عليهاالسلام :از دنياى شما محبّت سه چيز در دل من نهاده شد : تلاوت قرآن ، نگاه به چهره پيامبر خدا و انفاق در راه خدا .
হযরত ফাতিমা যাহরা (আ) বলেছেন: তোমাদের দুনিয়া (ইহকাল) থেকে মাত্র তিনটি বিষয় আমার কাছে পছন্দনীয় করা হয়েছে:১.পবিত্র কুরআন (মহান আল্লাহর কিতাব) তিলাওয়াত,২.রাসূলুল্লাহর (সা) পবিত্র মুখমণ্ডলের দিকে তাকানো এবং ৩.মহান আল্লাহর পথে দান ও ব্যায় (ইনফাক্ব্ ফী সাবীলি্ল্লাহ)। (দ্রঃ নাহজুল হায়াত, হাদীস নং ১৬৪)
আল্লাহ পাক আমাদেরকে হযরত ফাতিমা যাহরার (আ) বাণী, হাদীস ও সীরত অনুসরণ করার তৌফিক দান করুন।
অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট