হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বর্ণনা করেন,
جاءَ رَجُلٌ إلی النَّبِیِّ (ص) فقالَ: یا رَسولَ اللهِ مَن أَبَرّ؟قالَ (ص): أُمَّک.
قالَ: ثُمَّ مَن؟ قالَ (ص): أُمَّک.
قالَ: ثُمَّ مَن؟ قالَ (ص): أُمَّک.
قالَ: ثُمَّ مَن؟ قالَ (ص): أَباک
“এক ব্যক্তি নবী করিম (সা.)-এর দরবারে এসে আরজ করল, ‘হে আল্লাহর রসুল! আমি কার প্রতি সর্বাধিক সৎব্যবহার ও সদাচরণ করব?’
নবী (সা.) উত্তর দিলেন, ‘তোমার মায়ের প্রতি।’
সে আবার জানতে চাইল: ‘তার পরে কে?’
তিনি বললেন, ‘তোমার মা।’
তৃতীয়বার সে জিজ্ঞেস করল: ‘এর পর?’
তিনি পুনরায় বললেন, ‘তোমার মা।’
অবশেষে সে বলল: ‘এর পরে কে?’
নবী (সা.) বললেন, ‘তোমার বাবা।’”
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৯৪]
আপনার কমেন্ট