রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ - ০৭:৪০
আমিরুল মু’মিনীন আলী (আ.) কর্তৃক অপচয়ের নিন্দা

আমিরুল মু’মিনীন হযরত আলী (আলাইহিস সালাম) একটি হাদিসে অপচয় ও বাড়াবাড়ির ক্ষতিকর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু’মিনীন ইমাম আলী (আ.) বলেছেন,
ذَرِ السَّرَفَ فَإِنَّ الْمُسْرِفَ لا یُحْمَدُ جُودُهُ وَلا یُرْحَمُ فَقْرُهُ
অপচয় ও বাড়াবাড়ি  পরিহার করো; কারণ অপচয়কারীর দান (উদারতা যেমন) প্রশংসনীয় হয় না এবং (তেমনি) তার দারিদ্র্যতাও সহানুভূতিযোগ্য নয়।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৫০, পৃষ্ঠা ২৯২, হাদিস নং ৬৬]

এই হাদিসে ইমাম আলী (আ.) স্পষ্টভাবে তুলে ধরেছেন যে অপচয় মানুষের নৈতিক চরিত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে তার মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে দুর্বল করে দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha