আয়াতুল্লাহ হাসান সাঈদ তেহরানি (১২৯৮–১৩৭৪ শামসি) ছিলেন মির্জা মসীহ মুজতাহিদ তেহরানি–এর নাতি, সমসাময়িক শিয়া ফকিহ ও লেখক এবং সৈয়দ মোহসিন হাকিম ও সৈয়দ আবুল কাসেম খুয়ী–এর শিষ্যদের অন্যতম। ধর্মীয় গ্রন্থ প্রকাশ, চেহেল-সেতুন গ্রন্থাগার, একটি ধর্মীয় বিদ্যালয় এবং কুরআন ভাণ্ডার প্রতিষ্ঠা—এগুলো তাঁর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। হাসান সাঈদ ফিকহ ও কালাম শাস্ত্রে বহু মূল্যবান রচনা রেখে গেছেন; এর মধ্যে উল্লেখযোগ্য হলো “মুহাজারাহ হাওলা আল-ইমাম আল-মাহদি (আজ্জালাল্লাহু তা‘আলা ফারাজাহু)”।
আপনার কমেন্ট