হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাজ্জাদ (আ.) বলেন,
اِنَّ مَعَ الاِسْرافِ قِلَّةُ الْبَرَکَةِ
“নিশ্চয়ই অপচয় (জান ও মালের) বরকত কমিয়ে দেয়।”
এই হাদিস আমাদের জীবনে জান ও মালের ব্যবস্থাপনায় সতর্ক থাকতে এবং অপচয় এড়াতে অনুপ্রাণিত করে।
[ওয়াসায়েলুশ্ শিয়া, খণ্ড ১৫, পৃষ্ঠা ২৬১]
আপনার কমেন্ট