বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ - ০৫:৪৫
১২ দিনের যুদ্ধের পরও ক্ষেপণাস্ত্র উৎপাদন কখনো বন্ধ হয়নি: ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জ্যেষ্ঠ মুখপাত্র জানিয়েছেন, ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলাকালে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধকালীন কিংবা যুদ্ধ-পরবর্তী কোনো সময়েই ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎপাদন লাইন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি।

হাওজা নিউজ এজেন্সি: ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের তরুণ ও মেধাবী প্রতিভাদের সর্বোচ্চভাবে কাজে লাগাচ্ছে। ইরানি বিশেষজ্ঞদের তৈরি ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের আধুনিক ও ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জায়নবাদী শাসনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী শক্তি এবং জনগণভিত্তিক বাসিজ বাহিনী— এই দুই শক্তি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার মূল স্তম্ভ, যা শত্রুদের ভিত কাঁপিয়ে দিয়েছে।

শেকারচি জানান, ১২ দিনের এই চাপিয়ে দেওয়া যুদ্ধ চলাকালে শত্রুপক্ষের কৌশল ছিল ইসলামী ব্যবস্থাকে উৎখাত করা এবং ইরানকে খণ্ডিত করা। তবে ‘শক্তিশালী ইরান’-এর দৃঢ় প্রতিরোধের মুখে সেই পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, শত্রুর সামনে কোনো ধরনের পশ্চাদপসরণ দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে এবং বিদেশি আধিপত্য আরও জোরদার করবে।

ইরানের এই জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র আরও বলেন, শত্রুর বিরুদ্ধে সর্বাঙ্গীণ প্রতিরক্ষা কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং এর মধ্যে নিরাপত্তা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সব মাত্রাই অন্তর্ভুক্ত। এই নীতির ওপর অটল থাকলে নিশ্চিতভাবেই শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জিত হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha