শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩০
অপচয়ের সর্বনিম্ন প্রকাশ

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনে মিতব্যয়িতা ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে এবং সামান্য অবহেলাকেও অপচয়ের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেছে। এ বিষয়ে আহলে বাইতের (আ.) শিক্ষাগুলো মুসলিম সমাজকে সচেতন ও দায়িত্বশীল জীবনযাপনের দিকনির্দেশনা দেয়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেন,

 أَدْنَی الإسْرَافِ هِرَاقَةُ فَضْلِ الإِنَاءِ

অপচয়ের সর্বনিম্ন স্তর হলো পাত্রে অবশিষ্ট থাকা খাদ্য বা বস্তু ফেলে দেওয়া।

[আল-কাফি, খণ্ড ৬, পৃষ্ঠা ৪৬০]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha