শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ - ১২:১০
মুসলমানরা কেন নিজ যুগের ইমামের কদর বুঝতে ব্যর্থ হয়েছে?

ইতিহাসের ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ বারবার নেতৃত্বের সংকটে পড়েছে। সেই সংকটের সবচেয়ে গভীর ও বেদনাদায়ক রূপ হলো যুগের ইমামের কদর না বুঝতে না পারা, যার চূড়ান্ত ফল হযরত ইমাম মাহদী (আ.ফা.)-এর প্রকাশ্য উপস্থিতি থেকে বঞ্চিত থাকা। এই বঞ্চনার কারণ অনুসন্ধান করতে গিয়ে আলেমরা বারবার উম্মাহর আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: মরহুম আল্লামা মিসবাহ ইয়াজদি (রহ.)-এর একটি বক্তব্য উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বলেন—ইসলামি উম্মাহর অযোগ্যতা, দুর্বলতা ও দায়িত্বহীনতার কারণেই আমরা পবিত্র অস্তিত্ব, হযরত ওয়ালী-এ-আসর (ইমাম মাহদী; আমাদের প্রাণ তাঁর জন্য উৎসর্গিত)-এর প্রকাশ্য উপস্থিতির যোগ্যতা অর্জন করতে পারিনি।

এ প্রসঙ্গে মরহুম খাজা নাসিরুদ্দিন তূসী (রহ.)-এর প্রসিদ্ধ উক্তি উল্লেখযোগ্য— “و غیبته منّا”

‘ইমামের গায়বাত আমাদের কারণেই।’ অর্থাৎ, আমাদের কর্ম ও আচরণের কারণেই আমরা এই বঞ্চনার শিকার হয়েছি।

ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলমানরা আহলে বাইত ও পবিত্র ইমামগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছে। ঈমানি দুর্বলতা, অবিশ্বাস, অবহেলা ও অকৃতজ্ঞতার ফলেই তারা এমন এক অবস্থার মুখোমুখি হয়েছে, যেখানে ইমামের প্রকাশ্য উপস্থিতি থেকে বঞ্চিত হওয়াই পরিণতি হয়ে দাঁড়িয়েছে।

তবে এই বাস্তবতার মধ্যেও আশার আলো নিভে যায়নি। আজও এমন মানুষ আছেন, যারা আন্তরিকভাবে তাঁর শাসনব্যবস্থার আকাঙ্ক্ষা করেন। তাঁদের জীবন গড়ে উঠেছে স্মরণ, প্রতীক্ষা ও আনুগত্যের ভিত্তিতে—যেখানে দিন ও রাতের প্রতিটি মুহূর্তে যুগের ইমামের জন্য অপেক্ষা ও প্রস্তুতি নিহিত।

বক্তব্যের সময়কাল: ৩০/০২/১৩৮৯ হিজরি শামসি ( ২০ মে ২০১০ খ্রিস্টাব্দ)

আপনার কমেন্ট

You are replying to: .
captcha