সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ - ১২:২৭
সোমালিয়ার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান ইয়েমেনের আনসারুল্লাহর

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুথি সোমালিয়ার পক্ষে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইসরায়েলি সরকারের সাম্প্রতিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

হাওজা নিউজ এজেন্সি: ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এক বক্তব্যে আল-হুথি বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল আফ্রিকার হর্ন অঞ্চলে একটি ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায়, যেখান থেকে সোমালিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা চালানো সম্ভব হবে।
তিনি এ সিদ্ধান্তকে শত্রুতাপূর্ণ ও অবৈধ আখ্যা দিয়ে বলেন, এটি শুধু সোমালিয়ার সার্বভৌমত্বের জন্যই নয়, বরং ইয়েমেন, লোহিত সাগর এবং এই কৌশলগত জলপথসংলগ্ন দেশগুলোর নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।

আল-হুথি বলেন, ইসরায়েলি সরকার সোমালিল্যান্ডকে একটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটি হিসেবে ব্যবহার করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করতে এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায়। তাঁর মতে, এই পরিকল্পনা কেবল সোমালিয়াকে ঘিরে সীমাবদ্ধ নয়; বরং এটি পশ্চিম এশিয়া ও আফ্রিকার হর্ন অঞ্চলে বৃহত্তর ভূরাজনৈতিক পরিবর্তনের অংশ।

তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামি বিশ্বকে অবশ্যই সুসংহত রাজনৈতিক ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার আইনগত বৈধতা প্রত্যাখ্যান করে আনসারুল্লাহ নেতা বলেন, যে শাসনব্যবস্থার নিজেরই কোনো আন্তর্জাতিক বৈধতা নেই, তার অন্য কোনো সত্তাকে স্বীকৃতি দেওয়ার কিংবা বৈধতা দেওয়ার অধিকার থাকতে পারে না। তিনি আরব ও ইসলামি দেশগুলোর সরকারকে আন্তর্জাতিক ফোরামগুলোতে সোমালিয়ার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া, সোমালিল্যান্ডে ইসরায়েলের সহযোগীদের ওপর চাপ সৃষ্টি করা এবং কূটনৈতিকভাবে ইসরায়েলি উদ্যোগ প্রতিহত করার আহ্বান জানান।

তিনি সোমালি জনগণের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, সোমালিয়ার কোনো অংশকে এমন ঘাঁটিতে পরিণত করতে দেওয়া যাবে না, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও লোহিত সাগরের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। পাশাপাশি তিনি লোহিত সাগর-তীরবর্তী দেশগুলোর প্রতি উত্তেজনা বৃদ্ধি রোধে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করা হয়েছে। তিনি এটিকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’-এর চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন, যার মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপিত হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha