শনিবার ৩ জানুয়ারী ২০২৬ - ১৯:৪৯
ওলামা ও বিজ্ঞানীদের সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য

আয়াতুল্লাহ জাফর সুবহানী প্রফেসর মুহাম্মদ আলী মেহদভী রাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক বার্তায় বলেছেন: ওলামা ও বিজ্ঞানীদের সম্মান প্রদর্শন একটি নৈতিক ফরজ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ জাফর সুবহানী প্রফেসর মুহাম্মদ আলী মেহদভী রাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক বার্তায় বলেছেন: ওলামা ও বিজ্ঞানীদের সম্মান প্রদর্শন একটি নৈতিক ফরজ।

প্রফেসর মুহাম্মদ আলী মেহদভী রাদের সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার ১১ দেই, ১৪০৪ হিজরি শামসী তারিখে ফারাবি বিশ্ববিদ্যালয়ের ফারহাং হলে আয়োজন করা হয়। 

 প্রেরিত বার্তা নিম্নরূপ:

বিসমিল্লাহির রহমানির রহীম

ওলামা ও বিজ্ঞানীগণ যারা জ্ঞান ও সংস্কৃতির মশাল বহন করেন, তারা যেন আলোর মশাল হাতে পথ প্রদর্শক, যারা গবেষণার পথে চলা পথিকদের পথ আলোকিত করেন এবং সমাজ তাদের চিন্তা ও গবেষণা দ্বারা উপকৃত হয়।

এ কারণে তাদের সম্মান প্রদর্শন একটি নৈতিক ফরজ; যেমনটি শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন সবার জন্য—যারা তার জ্ঞান দ্বারা উপকৃত হয়েছেন—একটি বিবেকী দায়িত্ব হিসেবে গণ্য হয়।

হযরত ইমাম হাসান আসকারী (আ.) থেকে একটি বর্ণনায় এসেছে: যখন কোনো বিজ্ঞানী মজলিসে প্রবেশ করতেন, তিনি তাকে সকল আত্মীয়-স্বজনের ওপর প্রাধান্য দিতেন এবং মজলিসের মর্যাদাপূর্ণ স্থানে বসাতেন। এ আচরণের প্রতিবাদ জানালে তিনি (আ.) বলেন: "তিনি" বৈজ্ঞানিক ও যুক্তিপূর্ণভাবে শত্রুদেরকে নিশ্চিহ্ন করেন।

মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন জনাব মেহদভী রাদ এই নীতির একটি উজ্জ্বল উদাহরণ। তিনি যৌবনকাল থেকে আজ পর্যন্ত ইসলামী সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবিরাম মূল্যবান গবেষণা করে চলেছেন; বিশেষত তাঁর কুরআন ও ঐতিহাসিক রচনাগুলো অত্যন্ত শিক্ষণীয় ও পথপ্রদর্শক।

এছাড়াও গবেষণা পদ্ধতিতেও তিনি উদ্ভাবনী। 'আইনে পাযহুহেশ' (গবেষণার পদ্ধতি) নামক জার্নালটি তাঁর একটি উদ্ভাবন যা সৌভাগ্যক্রমে আজ পর্যন্ত অব্যাহতভাবে প্রকাশিত হচ্ছে।

আমি সকল প্রিয়জনকে—যারা হাওজা ও বিশ্ববিদ্যালয়ের এই জ্ঞানী ব্যক্তিত্বের সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন সালাম ও দোয়া প্রেরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে জনাব মেহদভী রাদের জন্য ক্রমবর্ধমান সাফল্য কামনা করছি। আশা করি তিনি আমার এই সামান্য সম্মাননা গ্রহণ করবেন; কারণ তাঁর জ্ঞানী মর্যাদা এর চেয়েও বেশি সম্মানের দাবিদার।

জাফর সুবহানী

আপনার কমেন্ট

You are replying to: .
captcha