হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খালনা, বাগনান | ০৩ জানুয়ারি ২০২৬
ভক্তি, ভালোবাসা আর ঈমানি আবেগে পরিপূর্ণ এক অনন্য রাতের সাক্ষী রইল হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত খালনা গ্রাম। এই প্রথম খালনা গ্রামে আগমন করেও যেন চেনা আপনজনের মতো আপন করে নিল গ্রামের মানুষ।
পবিত্র ১৩-ই রজব, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রিয় ভাই ও জামাতা, ইমামুল মুত্তাকিন হযরত আলী (আঃ)-এর জন্মদিন উপলক্ষে আজ বাদ এশা খালনা গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া ‘আলী-ডে’ মেহফিল।
খালনা গ্রামের ঐতিহ্যবাহী ‘হুসাইনী মসজিদ’ প্রাঙ্গণ এদিন পরিণত হয় নূরের আলোয় আলোকিত এক পবিত্র মিলনস্থলে। পবিত্র মওলুদে কাবা স্মরণে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হতে থাকে মওলা আলীর শান, বীরত্ব, ইনসাফ ও তাকওয়ার আলোচনা।
উক্ত মেহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া কুমারপুরের পেশ ইমাম, জনাব মওলানা মুনির নাজাফি সাহেব। তিনি তাঁর আবেগময় বক্তব্যে মওলা আলী (আঃ)-এর জীবনাদর্শ, সত্যের পথে অবিচলতা ও জুলুমের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁর প্রতিটি বাক্যে যেন ঝরে পড়ছিল আলীর প্রতি অগাধ ভালোবাসা ও আনুগত্য।
এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘সত্যের পথে’ পত্রিকার সম্পাদক, উলুবেড়িয়া নিবাসী জনাব সেখ মুস্তাক আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন—
“মওলা আলী কেবল ইতিহাসের একজন মহান ব্যক্তিত্ব নন, তিনি প্রতিটি যুগের নিপীড়িত মানুষের জন্য এক চিরন্তন পথনির্দেশক। আজকের সমাজে ন্যায়, সত্য ও মানবিকতার যে সংকট—তার একমাত্র সমাধান রয়েছে আলীর আদর্শে ফিরে যাওয়ার মধ্যেই। ঐই জন্যই তাঁর আলোচনা দরকার”
অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, যুবক ও প্রবীণ গ্রামবাসী একসাথে সমবেত হয়ে গভীর মনোযোগ ও শ্রদ্ধাভরে আলোচনা শ্রবণ করেন। কারও চোখে ছিল বিস্ময়, কারও চোখে ছিল অশ্রু—সবাই যেন হৃদয়ের গভীর থেকে অনুভব করছিলেন ইয়্যা আলী ডাকের মর্মার্থ।
খালনা গ্রামবাসীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও আহলে বাইতের প্রতি অকৃত্রিম ভালোবাসা এদিন উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এই মেহফিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং তা হয়ে ওঠে ঈমানি জাগরণের এক অনুপম দৃষ্টান্ত।
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আলী (আঃ)-এর নাম উচ্চারণে, তাঁর আদর্শে চলার অঙ্গীকারে—খালনা গ্রামের এই ‘আলী-ডে’ নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।
আপনার কমেন্ট