রবিবার ২৩ জুন ২০২৪ - ১৯:৪৭
উত্তম আদবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হাওজা / নামাজ-রোজা, হজই কেবল ইবাদত নয়; মানুষের সাথে উত্তম আচরণ করাও গুরুত্বপূর্ণ ইবাদত, বরং এটা দ্বীনের বিজ্ঞাপনও বটে!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

ইমাম জাওয়াদ (আ.) বলেন,

بِالاْدَبِ یَبْلُغُ الرَّجُلُ مَكارِمَ الاْخْلاقِ فِی الدُّنْیا وَالاْخِرَةِ، وَیَصِلُ بِهِ اِلَی الْجَنَّةِ.

উত্তম আদব ও আচরণের মাধ্যমে একজন মানুষ দুনিয়া ও আখেরাতে উত্তম (সম্মানিত) আখলাক ও নৈতিকতার স্তর অর্জন করে এবং এর মাধ্যমে সে জান্নাতে পৌঁছায়।

[আরশাদুল কুলুব, পৃষ্ঠা- ১৬০]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha