শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ - ১০:৫১
ইমাম আলী (আ.)’র দৃষ্টিতে সৌভাগ্যবান ব্যক্তি!

হাওজা / পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই সেই সফলকাম, যে নিজেকে (আত্মা) পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করেছে।’ [সুরা শামস- ৯]

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেন,

السَّعيدُ مَن وَجَدَ في نفسِهِ خَلوَةً يَشغَلُ بها.

সেই ব্যক্তি সফলকাম- যে তার আত্মার (আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির) জন্য একাকীত্ব এবং অবসর খুঁজে পায় (অর্থাৎ অবসর সময় খুঁজে বের করে) এবং আত্মোন্নতি ও আত্মশুদ্ধির জন্য কাজ করে!

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৮, পৃষ্ঠা- ২০৩, হাদীস- ৩৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha