হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরাকে পশ্চিমাদের সৃষ্ট দায়েশ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সফল নেতৃত্ব দানকারী আবু মাহাদী আল-মুহানদিসের শাহাদাতের সময় তাঁর পকেটে পাওয়া যায় নিম্নোক্ত দোয়া:
يا مَن يَقبَلُ الیَسیرَ وَیَعفُو عَن الكَثیر، اِقبَل مِنّى الیَسیرَ وَ اعفُ عنى الكَثیر، اِنّكَ اَنتَ الغَفورُ الرّحیم.
হে প্রভু! যিনি সামান্যতম কাজকেও গ্রহণ করেন এবং অসংখ্য পাপ ক্ষমা করেন, আমার সামান্য সৎকর্মগুলো গ্রহণ করুন এবং আমার অগণিত ত্রুটি ক্ষমা করে দিন। নিঃসন্দেহে আপনি সবচেয়ে ক্ষমাশীল, সর্বাধিক দয়ালু।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁকে শহীদদের সাইয়্যেদ ইমাম হুসাইন (আ.)’র সঙ্গী-সাথীদের মধ্যে কবুল ও মঞ্জুর করুক!
আপনার কমেন্ট