শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ - ১১:৩৯
আবু মাহাদী আল-মুহানদিস

হাওজা / ২০২০ সালে ইরাকের বাগদাদের বিমানবন্দর অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীর অতর্কিত হামলায় ইরানের আইআরজিসি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সঙ্গে শাহাদাত বরণ করেন ইরাকি প্রতিরোধ সংগঠন হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহাদী আল-মুহানদিস।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরাকে পশ্চিমাদের সৃষ্ট দায়েশ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সফল নেতৃত্ব দানকারী আবু মাহাদী আল-মুহানদিসের শাহাদাতের সময় তাঁর পকেটে পাওয়া যায় নিম্নোক্ত দোয়া:

يا مَن يَقبَلُ الیَسیرَ وَیَعفُو عَن الكَثیر، اِقبَل مِنّى الیَسیرَ وَ اعفُ عنى الكَثیر، اِنّكَ اَنتَ الغَفورُ الرّحیم.

হে প্রভু! যিনি সামান্যতম কাজকেও গ্রহণ করেন এবং অসংখ্য পাপ ক্ষমা করেন, আমার সামান্য সৎকর্মগুলো গ্রহণ করুন এবং আমার অগণিত ত্রুটি ক্ষমা করে দিন। নিঃসন্দেহে আপনি সবচেয়ে ক্ষমাশীল, সর্বাধিক দয়ালু।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁকে শহীদদের সাইয়্যেদ ইমাম হুসাইন (আ.)’র সঙ্গী-সাথীদের মধ্যে কবুল ও মঞ্জুর করুক!

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha