হাওজা নিউজ এজেন্সি প্রতিবেদন অনুযায়ী, মাওলানা সৈয়দ আবুল কাসেম রিজভী, আয়াতুল্লাহ আল উজমা হাফিজ বশীর হুসাইন নাজাফির সুস্থতা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করেন।
এ সময় আয়াতুল্লাহ আল উজমা হাফিজ বশীর হুসাইন নাজাফি অস্ট্রেলিয়া ও ইউরোপের মুমিনদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং তাদের প্রয়োজন পূরণ ও সেবায় যত্নশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি মুমিনদের কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
আপনার কমেন্ট