সোমবার ২০ জানুয়ারী ২০২৫ - ১৫:২১
রাসুলুল্লাহ’র (সা.) হাসির কারণ!

হাওজা / “যতদিন সে অসুস্থ থাকবে, তোমরা তার জন্য সেই সওয়াবই লিখতে থাকো যা তোমরা তার নামাজ ও ইবাদতের স্থানে থাকাকালে লিখতে।”

হাওজা নিউজ এজেন্সি: একদিন রাসুলুল্লাহ (সা.) আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। একজন তাঁকে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসুল, আমরা দেখলাম আপনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন। এর কারণ কী?”

রাসুলুল্লাহ (সা.) বললেন, “হ্যাঁ! আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম, দেখলাম দুজন ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছেন। তারা একজন মুমিন বান্দার দিন-রাতের ইবাদতের সওয়াব লিখতে এসেছিলেন, যিনি প্রতিদিন একই জায়গায় ইবাদত ও নামাজ পড়তেন। কিন্তু তারা তাকে তার নামাজের জায়গায় পেলেন না। কেননা তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।

ফেরেশতারা আকাশে ফিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট নিবেদন করলেন, “আমরা সেই মুমিন বান্দার ইবাদতের সওয়াব লেখার জন্য নিয়মিতভাবে তার নামাজের স্থানে গিয়েছিলাম, কিন্তু তাকে সেখানে পেলাম না; কারণ তিনি অসুস্থতার কারণে বিছানায় শুয়ে আছেন।”

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেই ফেরেশতাদের বললেন, “যতদিন সে অসুস্থ থাকবে, তোমরা তার জন্য সেই সওয়াবই লিখতে থাকো যা তোমরা তার নামাজ ও ইবাদতের স্থানে থাকাকালে লিখতে। যতদিন সে অসুস্থ থাকবে, তার নেক আমলের সওয়াব দেওয়া আমার দায়িত্ব।”

[বিহারুল আনওয়ার, খণ্ড- ২২, পৃষ্ঠা- ৮৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha