রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ - ০৪:০৩

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সফল জীবনের জন্য ইমাম জাওয়াদ (আ.)-এর মহামূল্যবান ৬টি নির্দেশনা দিয়েছেন, নিচে তা তুলে ধরছি:

১. আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর উপর ভরসা করো না যাতে আল্লাহ তোমাকে তার উপরেই ছেড়ে দেন! [বিহারুল আনওয়ার, খন্ড- ৬৮, পৃষ্ঠা- ১৫৫]

২. যে কাজটি এখনও পরিপূর্ণ/প্রতিষ্ঠিত হয়নি তা প্রকাশ করো না, এতে কাজটি ভন্ডুল হতে পারে! [তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৪৫৮]

৩. যাচাই-বাছাইয়ের পূর্বে কাউকে বিশ্বাস করো না, নতুবা ক্ষতিগ্রস্ত হবে! [বিহারুল আনওয়ার, খন্ড- ৭৮, পৃষ্ঠা- ৩৬৪]

৪. কখনওই আমানতের খিয়ানত করো না, যাতে তুমিও খিয়ানতকারীদের দলভুক্ত হও! [বিহারুল আনওয়ার, খন্ড- ৭৯, পৃষ্ঠা- ৩৬৪]

৫. উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত কোনো কাজে তাড়াহুড়ো করো না, নইলে তার জন্য অনুশোচনা করতে হবে! [ফূসুলুল মুহিম্মাহ্, পৃষ্ঠা- ২৭৫]

৬.  তিনটি কাজে আল্লাহ সন্তুষ্ট হোন: ১. বেশি বেশি তওবা পাঠ, ২. উত্তম সঙ্গী হওয়া এবং ৩. বেশি বেশি সদকা দেয়া! [ফূসুলুল মুহিম্মাহ্, পৃষ্ঠা- ২৭৪]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইমাম জাওয়াদ আলাইহিস সালামের নির্দেশনা মেনে চলার তাওফিক দান করুক।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha