হাওজা নিউজ এজেন্সি: নবী মুহাম্মাদ (সা.) যিনি হচ্ছেন উত্তম চরিত্রের সর্বোত্তম উদাহরণ এবং সকলের শিক্ষক, সেই পবিত্র মহান সত্তা থেকে আদবের কয়েকটি নমুনা:
সালাম দেয়ার ক্ষেত্রে নবীজীর (সা.) আদব:
নবী করীম (সা.) কারো সাথে দেখা হলে প্রথমেই তাকে সালাম প্রদান করতেন। আর ব্যক্তিটি যদি মুসলমান হতেন তাহলে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করতেন। এমনটি কখনোই দেখা যায়নি যে, রাসূলুল্লাহ (সা.) কারো সাথে করমর্দনের সময় নিজের হাত আগে টেনে নিয়েছেন, বরং অপেক্ষা করতেন যতক্ষণ পর্যন্ত না ঐ ব্যক্তিটি তাঁর হাত ছেড়ে দেয়।
বসার ক্ষেত্রে নবীজীর (সা.) আদব:
এমনটি কেউ কখনো দেখিনি যে, রাসুলুল্লাহ (সা:) কারো সামনে নিজের পা লম্বা করে বসে আছেন। তিনি যখন কারো সাথে বসে থাকতেন, নিজের পোশাক ও সৌন্দর্য বৃদ্ধিকারী জিনিসগুলোকে খুলে ফেলতেন না, যতক্ষণ পর্যন্ত ঐ ব্যক্তিটি তাঁর সামনে উপস্থিত থাকতো।
সাক্ষাতের ক্ষেত্রে নবীজীর (সা.) আদব:
রাসুলুল্লাহ (সা.) সর্বদা হাসিখুশি মুখ, নমনীয় চেহারা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে সাক্ষাৎ করতেন। তিনি কখনোই কারো সাথে সাক্ষাতে তার গোপন ও নিন্দনীয় বিষয়গুলোর পিছু নিতেন না বা প্রকাশ করে দিতেন না।
তাকানোর ক্ষেত্রে নবীজীর (সা.) আদব:
রাসূলুল্লাহ (সা.) কখনোই কারো দিকে একগুঁয়ে বা একরোখা ভাবে তাকাতেন না। নিজের দৃষ্টিকে সকল সাহাবাদের মাঝে বন্টন করে দিতেন এবং সকলের প্রতি সমানভাবে দৃষ্টি রাখতেন। আর তিনি কখনোই কারো দিকে চোখ বা আব্রু দিয়ে ইশারা করতেন না।
পানি পানের ক্ষেত্রে নবীজীর (সা.) আদব:
নবী করীম (সা.) পানি পানের সময় কখনো ঐ পাত্রে নিঃশ্বাস ত্যাগ করতেন না। আর যদি নিঃশ্বাস নিতে চাইতেন তাহলে মুখের সামনে থেকে পানির পাত্র সরিয়ে তারপর নিঃশ্বাস নিতেন। পানি অথবা অন্য যেকোনো পানীয়কে তিন নিঃশ্বাসে পান করতেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ্... ও শেষে আলহামদুলিল্লাহ বলতেন। [সুনানে নবী (সা.), পৃষ্ঠা-১৭০]
তিনি পানি চুষে পান করতেন, ঢক ঢক করে গিলতেন না, আর ডান হাতকে অগ্রাধিকার দিতেন খাওয়া, পান করা, কোনো কিছু নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে। =সুনানে নবী (সা.), পৃষ্ঠা- ৪৬]
যখনই পানি পান করতেন- বলতেন, “সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি আমাদেরকে সুস্বাদু ও মিষ্টি পানি পান করালেন, না লবনাক্ত ও তেতো পানি।” [ওয়াসায়েলুশ শিয়া, খন্ড- ২৫, পৃষ্ঠা- ২৫০]
লেখা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মাহাদী হাসান (মুকুল)
আপনার কমেন্ট