হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন:
"যে ব্যক্তি প্রতিদিন একশ বার لا حول و لا قوة الا بالله (লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ) বলে, আল্লাহ তার থেকে সত্তর প্রকার ( অর্থাৎ বহু অগণিত) বিপদ দূর করেন, যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র বিপদ হলো দুঃখ ও উদ্বেগ।"
مَنْ قالَ في كُلِّ يَوْمٍ مائَةَ مَرَّةٍ لا حَوْلَ وَ لا قُوَّةَ إِلّا بِاللَّهِ دَفَعَ اللَّهُ بِها عَنْهُ سَبْعينَ نَوْعاً مِنَ الْبَلاء أَيْسَرُها الْهَمُّ."
সূত্র: সাওয়াব আল-আমাল, পৃষ্ঠা ১৬২
আপনার কমেন্ট