হাওজা নিউজ এজেন্সি, নাজাফ আশরাফের জুমার খতিব হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ সদরুদ্দীন ক্ববানচী নারীদের জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে ভূমিকার গুরুত্ব সম্পর্কে বলেন যে, তারা সমাজের বুদ্ধিবৃত্তিক ও শিক্ষামূলক উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে থাকেন।
এই কথা তিনি "রাহে হিদায়াত" নামক অনলাইন গ্রুপের অন্তর্ভুক্ত নারীদের ও কিশোরীদের সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে এক বৈঠকে বলেন।
এই বৈঠক "জওনান ও ওয়ারযেশ" (তরুণ ও ক্রীড়া) দপ্তরের নারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে শাবান ও রমজান মাসের কর্মসূচি, সেইসঙ্গে ইমাম মাহদি (আজ্জালাল্লাহু তা'আলা ফারাজাহুশ শরীফ)-এর জন্মোৎসবের প্রস্তুতি এবং সাংস্কৃতিক প্রদর্শনীর উদ্বোধন সম্পর্কে আলোচনা করা হয়।
হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমীন ক্ববানচী কিশোরীদের অংশগ্রহণ এবং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় দিকনির্দেশনার জন্য শিক্ষামূলক কোর্সের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নারীদের দক্ষতাকে বিকশিত করা এবং তাদের সমাজে কার্যকর ভূমিকা পালনের যোগ্য করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের পাশাপাশি শিক্ষামূলক ধারণার প্রচার এবং ধর্মীয় প্রতিযোগিতা আয়োজনের গুরুত্বও তুলে ধরেন।
পরিশেষে, নাজাফের জুমার খতিব বৈঠকে উপস্থিত নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামাজিক কল্যাণমূলক কাজের জন্য পারস্পরিক সংযোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার কমেন্ট